ক্ষমতায় থেকে ক্ষমতা কুক্ষিগত করতে চায় না আওয়ামী লীগ বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী।
বৃহস্পতিবার সকালে গণভবনে মাদারীপুর জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হত্যাকা- শুরু করেছে বিএনপি-জামায়াত জোট।
সভায় আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা, সদস্য এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের কর্মকর্তা ও সদস্য, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।