Normal 0 false false false EN-US X-NONE BN-BD MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; mso-bidi-font-size:14.0pt; font-family:”Calibri”,”serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}
তত্ত¡াবধায়ক সরকার পূনর্বহাল,কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও বুধবার হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টায় নাটোরের সিংড়ায় শহর বিএনপির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসষ্ট্যান্ডে পথসভায় বক্তব্য রাখেন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, থানা ¯ে^চ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, শহর ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, শ্রমিক দল সভাপতি আহসান হাবিব রোজ, থানা যুবদল সহ-সভাপতি রায়হান কবির, থানা ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বুলেট, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন মিন্টু, মোঃ আব্দুল্লাহ আল রফি , সাবেক জিএস আতাউল গনী পলাশ, পৌর ছাত্রনেতা আপেল মাহমুদ, থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক সুমন হোসেন।