ম্যাব আয়োজিত প্রাক বাজেট সেমিনার

0
189
Print Friendly, PDF & Email

আজ ২৮ মে ২০১৩ সিরডাপ মিলনায়তনে মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর আয়োজনে জাতীয় বাজেট ও স্থানীয় সরকার শীর্ষক একটি প্রাক বাজেট সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে সভাপতিত্ব করেন আলহাজ্ মোঃ আব্দুল বাতেন৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাড. আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি সভাপতি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, সম্মানিত অতিথি ও বিশেষজ্ঞ আলোচকবৃন্দ- মোঃ মাহবুবুর রহমান টুলু, সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ), অধ্যাপক ড.বদিউল আলম মজুমদার, সম্পাদক, সুজন, অধ্যাপক ড. আমীরুল ইসলাম চৌধুরী, সাবেক উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক নজরুল ইসলাম, চেয়ারপার্সন, সেন্টার ফর আরবান স্ট্যাডিজ, ড. হোসেন জিল্লুর রহমান, চেয়ারপার্সন, পিপি আরসি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা৷ আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, প্রিপ ট্রাস্টের সহকারী পরিচালক শেফালী বেগম, সুইজারল্যান্ড দূর্তাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল ইবনে আলী প্রমূখ৷ জাতীয় বাজেট ও স্থানীয় সরকার বিষয়ে প্রবন্ধ উপস্থাপ করেন মেয়র শামিম আল রাজি, মহাসচিব- ম্যাব ও মেয়র- সিংড়া পৌরসভা, জনাব রাজি তাঁর প্রবন্ধে স্থানীয় সরকার খাতে জাতীয় উন্নয়ন বাজেটের ৪০% অর্থ বরাদ্দ, নগর উন্নয়ন নীতিমালা প্রণয়ন, স্থানীয় সরকার কমিশন গঠন, জেলা বাজেট আইন প্রণয়নসহ ১৬ দফা সুপারিশমালা তুলে ধরেন৷ স্বাগত বক্তব্য রাখেন মোঃ রমজান আলী, নির্বাহী সদস্য- ম্যাব ও মেয়র মানিকগঞ্জ পৌরসভা এবং সঞ্চালনা করেন আবু সাঈদ খান, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক সমকাল৷

চেয়ারপার্সন, পিপি আরসি এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বাংলাদেশের দ্রুত বর্ধনশীল নগরায়ন এবং এর চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভবিষ্যত্‍ বাজেট প্রণয়নে গুরুত্ব আরোপ করেন৷ অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী একটি রাজনৈতিক প্রভাব মুক্ত স্থায়ী স্থানীয় সরকার কমিশন ও অর্থ কমিশন গঠনে বিষয়টি তুলে ধরেন৷ তিনি বলেন স্থানীয় সরকারের বাজেট, আন্ত:সরকার সম্পদ বন্টন এবং সরকারের সঙ্গে সমঝোতা ও দর কষাকষিতে এই কমিশন ভুমিকা রাখতে পারে৷ অধ্যাপক নজরুল ইসলাম জাতীয় নগর উন্নয়ন নীতিমালা পাস করে এর আলোকে নগরে অর্থায়নে গুরুত্ব আরোপ করেন৷ সেমিনারে প্রধান অতিথি আলহাজ্ব এ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক, এমপি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের স্থানীয় সরকারের বরাদ্দের হারকে অত্যন্ত নগণ্য হিসাবে মন্তব্য করেন ৷ তিনি স্থানীয় বাজেট ও জেলার বাজেটের আলোকে জেলা বাজেট প্রণয়ন করে তার আলোকে জাতীয় বাজেট প্রণয়ন করতে মতামত দেন৷ পরিশেষে সেমিনারের সভাপতি আলহাজ্ মোঃ আব্দুল বাতেন সেমিনারে যে সকল বিষয় আলোচনায় গুরুত্ব পায় তার আলোকে কিছু সুপারিশ তুলে ধরেন৷ তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সেমিনারটি শেষ করেন৷

শেয়ার করুন