আগামী নির্বাচন বিরোধী দলসহ সব দলের অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উইন্ডি শারম্যানকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী ওয়েন্ডি শারম্যানের মধ্যে এক আলোচনায় তিনি এ কথা জানিয়েছেন।
সাক্ষাতে আগামী নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিএনপি চলমান চার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা আশা করছি- আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে তারা।