মোশাররফকে ফের হত্যার হুমকি দিল তালেবান জঙ্গিরা

0
155
Print Friendly, PDF & Email

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আবারো হত্যার হুমকি দিল তালেবান জঙ্গিরা। রোববার নিজেদের ওয়েবসাইট উমর মেডিয়াতে এই হুমকি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান। ক্ষমতায় থাকা কালে বেলুচিস্তান থেকে ওয়াজিরিস্তান পর্যন্ত লাল মসজিদের শত শত শিক্ষার্থীকে পারভেজ মোশাররফ হত্যা করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মার্চে দেশে ফেরার আগেও একবার মোশাররফকে হত্যার হুমকি দেয় টিটিপি। ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের সাথে মিলে পারভেজ মোশাররফ সন্ত্রাসি কর্মকাণ্ড চালিয়েছে বলেও দাবি জঙ্গি সংগঠনটির। এদিকে, বুধবার পারভেজ মোশাররফের জামিন আবেদন নাকোজ করেছে পাকিস্তানের একটি আদালত। বেনজির ভুট্টো হত্যা মামলায় জামিন পাওয়ার দুই দিন পরই এই নির্দেশ দেয় আদালত। উনিশ এপ্রিল থেকে নিজের খামার বাড়িতে কড়া নিরাপত্তায় গৃহবন্দী আছেন সাবেক এই সেনাশাসক।

শেয়ার করুন