কৃষকদের পর এবার অসহায় দুস্থদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিলো বাংলাদেশ ব্যাংক।
ধর্ম মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত সব দুস্থ ব্যক্তি এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
রোববার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনার পর এটি কার্যকরি হয়। বাংলাদেশ ব্যাংক সব রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংককে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংকের প্রবৃধি ও নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক খন্দকার মোরশেদ মিল্লাত এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
তিনি বলেন, “এখন থেকে দুস্থ ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সনদ দিয়ে ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ে অনুদানপ্রাপ্ত সংশ্লিষ্ট কাগজপত্র দিয়েও হিসাব খোলা যাবে।
প্রসঙ্গত, কৃষকসহ সামাজিক নিরাপত্তায় রাষ্ট্রীয় অনুদানপ্রাপ্ত এক কোটি ৩০ লাখ মানুষ ইতোমধ্যে এ সুবিধা গ্রহণ করেছেন।