কৌশল পরিবর্তন করে কর্মসূচি দিবে হেফাজতে ইসলাম

0
188
Print Friendly, PDF & Email

২৭ মে: আন্দোলনের কৌশল পরিবর্তন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ নতুন কর্মসূচি দিতে যাচ্ছে৷ কওমি অনুসারী মাদ্রাসা গুলোর সমাপনি পরীক্ষার পরে আন্দোলনের চিনত্মাভাবনা চলছে৷ মাঠপর্যায় থেকে জরম্নরী কর্মসূচির দাবি থাকলেও পরীক্ষার কারণে তা মূলত দেয়া হচ্ছে না৷ তবে হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির কয়েকটি পদে পরিবর্তন আসছে৷ হেফাজত ৫ মে পরবতর্ী সময়ে তাদের ভুল ত্রুটি পর্যালোচনার ক্ষেত্রে তারা তাদের সবের্াচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী কমটি না থাকায় তাদেরকে যে পরিমাণ ক্ষতির সম্মুখিন হতে হয়েছে তা তারা অভাব অনুভব করছে৷ এজন্য নতুন করে গঠন করা হচ্ছে কেন্দ্রীয় মজলিসে শুরা কমিটি৷ তাছাড়া এই অরাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যে সকল নেতাকমর্ীদের নিয়ে বিভিন্ন মহলে বির্তকের সূত্রপাত হয়েছে সেসব নেতাদের সরিয়ে নতুন করে কমিটি গঠন করা হচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে৷ বর্তমানে কেন্দ্রীয়ভাবে তাদের কোন কর্মসূচি না থাকলেও হেফাজত নেতাকমর্ীরা বসে নেই৷ হেফাজত আমীর আল্লামা শাহ আহমদ শফির সাথে প্রতিদিন হেফাজতের মাঠ পর্যায়ের নেতাকমর্ীদের সাথে হচ্ছে আলাপ-আলোচনা৷ এ সময় নেতাকমর্ীরা আন্দোলনের দাবিসহ সার্বিক বিষয় নিয়ে আমীরের সাথে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন৷ শুধু হেফাজত নেতাকমর্ী নয়,দেশের শীর্ষ পর্যায়ের ইসলামী দল, আইনজীবি, আইন-শৃংঙ্খলা বাহিনির বিভিন্ন কর্মকতর্া ও বেশ কয়েকজন সাবেক ও বর্তমান সংসদ সদস্যরা আমীরের সাক্ষাত্‍ হয়েছে৷ হেফাজতে ইসলামের এক কেন্দ্রীয় নেতা জানান, আমরা উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার জন্য অপেক্ষার প্রহর গুনছি৷ ১১ জুন থেকে পরবতর্ী ২ সপ্তাহ ধরে চলবে কওমি অনুসারী মাদ্রাসাগুলোর সমাপনি পরীক্ষা৷ রমজান পরবতর্ী ঈদের পরে আসবে নতুন কর্মসূচি৷ তবে এক্ষেত্রে আমাদের আন্দোলনের কৌশলে ব্যাপক পরিবর্তন আনা হবে৷ তিনি জানান, আমাদের শুরা কমিটি গঠন পরবতর্ী সময়ে যে সব নেতাদের কারণে হেফাজতে ইসলামের ক্ষতি হয়েছে

শেয়ার করুন