তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আদালতের নির্দেশ নিয়ে রাজনীতি না করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এটাকে আইনী সমস্যা হিসেবে উল্লেখ করে আইনীভাবে মোকাবেলারও আহ্বান জানান তিনি। বিদেশে অবস্থান করলেও আইনের হাত থেকে তারেক রেহাই পাবেন না বলেও জানান সুরঞ্জিত।