বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেনের পূর্বনির্ধারিত বৈঠকটি হচ্ছে না। আজ সোমবার দুপুরে এ বৈঠক হওয়ার কথা ছিল।
মার্কিন দূতাবাসের মুখপাত্র কেলি ম্যাকার্থই প্রথম আলো ডটকমকে বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেলি ম্যাকার্থই জানান, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের প্রথম দিনে গতকাল রোববার হরতাল ছিল। ওই দিন বিএনপি হরতাল ডাকায় শারমেন হতাশা প্রকাশ করেছেন। হরতালের কারণে শারমেনের সফরসূচিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। তাই খালেদা জিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত সৌজন্য সাক্ষািট বাতিল করা হয়েছে।
দুই দিনের সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এই কর্মকর্তা গতকাল দুপুরে ভারতের হায়দরাবাদ থেকে ঢাকায় আসেন। আজ রাত সোয়া নয়টায় তাঁর ঢাকা ছাড়ার কথা।