বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।টাঙ্গাইলে মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপি
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা সোমবার বেলা ১২টার দিকে হরতালের এ ঘোষণা দেন।
ছাত্রদলের এক প্রতিবাদ সমাবেশে শামসুল আলম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সর্বত্র হরতাল পালন করা হবে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।