বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারে আদালতের দেওয়া আদেশের পরিপ্রেক্ষিতে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের কোনো বিধান নেই।ইন্টারপোলে গ্রেফতারের বিধান নেই: খোকন
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব মাহাবুব বলেন, “দুদকসহ প্রচলিত কোনো আইনেই ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের কোনো বিধান নেই।”
সরকারের নির্দেশে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে আদালত এ আদেশ দিয়েছে দাবি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সম্পাদক বলেন, আদালতের এ আদেশ ভিত্তিহীন।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মন্ত্রী সাহেবরা বলার পরেই দুদক ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন করেছিল- এমন অভিযোগ করে ব্যারিস্টার খোকন বলেন, তারেক রহমান বিদেশে যাওয়ার পর সরকারের নির্দেশেই দুদক মামলা করেছিল।
বিশ্বের কোথাও ইন্টারপোলের মাধ্যমে রাজনীতিবিদদের গ্রেফতারের নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।