বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বক্তব্যের জন্য বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদকে আইনি নোটিস দেয়া হয়েছে।
তারেক রহমানের পক্ষে সোমবার এ নোটিস দেন সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামাল।
এতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ‘ক্ষমা চেয়ে’ হাছান মাহমুদকে বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ২৫ মে দৈনিক আমাদের সময় ও ২৬ মে দৈনিক সমকালে তারেক রহমান সম্পর্কিত বনমন্ত্রীর এ বক্তব্য প্রকাশিত হয়।
আমাদের সময়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে পৌরাণিক কাহিনির রঘু ডাকাতের সঙ্গে তুলনা করেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।
“তিনি বলেছেন, ‘হাওয়া ভবন বানিয়ে বাংলাদেশকে যিনি রঘু ডাকাতের দেশ বানিয়েছিলেন, এখন তিনিই দেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন। কিন্তু জনগণ তা হতে দেবে না’।”
সমকালে প্রকাশিত সংবাদে বলা হয়, বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি ও তারেক রহমান থেকে দেশবাসীকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
“তিনি বলেছেন, ‘তারা ঘুষ-দুর্নীতির বরপুত্র তারেক রহমানকে ভবিষ্যতে প্রধানমন্ত্রী করার ঘোষণা দিয়েছে’।”