শ্লীলতাহানি: এএসপিসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

0
160
Print Friendly, PDF & Email

শ্লীলতাহানির মামলায় পুলিশের ডেমরা জোনের সহকারী কমিশনার (এএসপি) মিনহাজুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।শ্লীলতাহানি: এএসপিসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
 
তদন্তে শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বেলা ১টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩  এর বিচারক এস এম রেজানুর রহমান এ আদেশ দেন।
 
শ্লীলতাহানির অভিযোগে আয়কর আইনজীবী মাহতাব আলমের স্ত্রী আয়েশা সিদ্দিকা গত ১৭ এপ্রিল বাদী হয়ে এই মামলা করেন।এতে এএসপি মিনহাজুল এবং ট্রিনিটি রিয়েল স্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ পাঁচজনকে আসামি করা হয়।

শেয়ার করুন