সংলাপ হলে আন্দোলন থেকে সরে আসবে বিএনপি

0
145
Print Friendly, PDF & Email

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিরোধী ১৮-দলীয় জোটের হরতালের সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এ কথা বলেন। বিচ্ছিন্ন কিছু সহিংসতার মধ্যে দিয়ে রোববার দেশজুড়ে এই হরতাল শেষ হয়েছে।

তত্ত্ববধায়ক সরকার ইস্যুতে সংলাপের প্রস্তাব আহবানের এক দিন পর বিরোধী জোট হরতালের ঘোষনা দেয়।

এই প্রক্ষাপটে যে কোন হরতাল সংলাপের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে কিনা? বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেন সংলাপের সাথে এই হরতালের কোন বিরোধ নেই।

আগামী নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে বিএনপির পক্ষ থেকে হরতাল সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে।

কিন্তু নির্দলীয় সরকারের ইস্যুতে যখন সংলাপ প্রস্তাবের আহ্বান রয়েছে তখন হরতাল কর্মসূচিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ?

তারা অনেকে মনে করছেন কোন ইস্যুতেই হরতাল তাদের কাছে কাম্য নয়। আর কেউ কেউ মনে বলছেন এই নির্দলীয় সরকারের প্রধান হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের যে অবস্থান সেখান থেকে সরে না আসলে সংলাপ প্রহসনে পরিনত হবে।

শামসুজ্জামান দুদু বলেন, দল নিরপেক্ষ সরকার গঠনের আওয়ামী লীগ প্রস্তুত থাকলে বিএনপির পক্ষ থেকে তাদের সব কর্মসূচি পুনর্বিবেচনা করা হবে।

হরতালে সমর্থনে ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে হরতাল সমর্থকরা। রাজধানী বিপণী বিতান ও দোকানপাট ছিল বন্ধ।

প্রধান সড়কগুলোতে সকাল থেকে রিকশা ও অল্প কিছু যানবাহন চলাফেরা করলেও বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য দিনের কর্মব্যস্ত চেহারায় ফিরে পায় রাজধানী।

শেয়ার করুন