মাহমুদুর রহমানকে হাসপাতাল থেকে প্রিজন সেলে স্থানান্তরের চেষ্টা

0
228
Print Friendly, PDF & Email

পিজি হাসপাতালে চিকিত্সাধীন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে আজ বিকেলে প্রিজন সেলে স্থানান্তরের চেষ্টা চালায় কারা কর্তৃপক্ষ। বেলা ২টার দিকে চারজন ডেপুটি জেলার পিজি হাসপাতালে মাহমুদুর রহমানের কেবিনে উপস্থিত হয়ে তাকে প্রিজন সেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কর্তব্যরত ডাক্তার জানান, মাত্র তিনদিন আগে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বৈঠক করে মাহমুদুর রহমানকে হাসপাতালে রেখে চিকিত্সা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ডাক্তার ও বোর্ডের অনুমতি ছাড়া মাহমুদুর রহমানকে প্রিজন সেলে নেয়া যাবে না। যদি সরাতে হয়, তাহলে তার দায়দায়িত্ব কারা কর্তৃপক্ষকে বহন করতে হবে। এ পর্যায়ে ডেপুটি জেলাররা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে মাহমুদুর রহমানের স্থানান্তরের ব্যাপারটি তখনকার মতো স্থগিত রাখেন। তবে তারা জানান, জেল সুপার পিজি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে মাহমুদুর রহমানকে প্রিজন সেলে নেয়ার কথা জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নির্দেশেই তারা কেবল দায়িত্ব পালন করছেন। মাহমুদুর রহমান বলেছেন, সরকার ইচ্ছে করলে তার চিকিত্সা স্থগিত রেখে তাকে কারাগারে পাঠিয়ে দিতে পারে। তবে হাসপাতালের প্রিজন সেলে নেয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন তিনি। ডাক্তারদের পরামর্শ ছাড়া হাসপাতালের কোনো রোগীকে কারা কর্তৃপক্ষের নির্দেশে চিকিত্সা অসমাপ্ত রেখে এভাবে স্থানান্তরের চেষ্টা চরম অমানবিকও বটে।
গত ১১ এপ্রিল আমার দেশ কার্যালয় থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে নির্যাতন চালালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে স্থানান্তর করা হয়।

শেয়ার করুন