বিরোধীদল যতই হুমকী দিক, অনির্বাচিত কোন সরকারের হাতে একদিনের জন্যও ক্ষমতা ছাড়বে না সরকার বললেন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে তিনি একথা জানান। কামরুল ইসলাম অভিযোগ করেন- বিএনপি একই সাথে সংলাপের আহ্বান করছে, আবার সংঘাতের পথ বেছে নিচ্ছে। তাদের এধরণের দ্বিমুখী রাজনীতির কারণে রাজনৈতিক দলের সাথে সংলাপ অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরো বলেন- সংঘাতের পথ ছেড়ে, খোলা মনে আলোচনার জন্য বিএনপিকে তৈরি হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অবশ্যই অংশগ্রহণ করবে বলেও দাবি করেন আইন প্রতিমন্ত্রী।