পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তা ও তদারকির কাজ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এ কাজে তিনটি ব্যাটালিয়নের সমন্বয়ে সেনাবাহিনীর নতুন ব্রিগেড গঠন করা হবে- আজ রবিবার সকালে সেনা সদরে অফিসার্স মেসে আয়োজিত সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০১৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ও দুটি পদাতিক ব্যাটিলিয়নের সমন্বয়ে কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সেনা কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে তিনি বলেন, নির্বাচনী পর্ষদের মাধ্যমে পেশাগত দক্ষতা ও জেষ্ঠ্যতার তুলনামূলক মূল্যায়নের ভিত্তিতেই অফিসারদের পদোন্নতি দেওয়া হয়। সেনা কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে নির্বাচনী পর্ষদের কার্যক্রম চলবে পাঁচদিন। এর মাধ্যমে কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবিতে পদোন্নতি দেওয়া হবে।