ম্যাব প্রেস

0
157
Print Friendly, PDF & Email

গত ২৫ মে ২০১৩ তারিখ রোজ শনিবার সকাল ১০টায় মিউনিসিপ্যাল এ্যাসোসিয়েশস অব বাংলাদেশ (ম্যাব) এর ঢাকা অঞ্চলের নারী প্রতিনিধিবৃন্দকে নিয়ে ঢাকা আঞ্চলিক সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানে ম্যাব কেন্দ্রীয় কার্যলয়ে ঢাকা আঞ্চলিক কমিটি প্রতিনিধি, পৌরসভার সচিব ও ম্যাব ঢাকা অঞ্চলের নারী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন৷ উক্ত সভায় সভাপতিত্ব করেন ম্যাব ঢাকা আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মোঃ মজিবুর রহমান৷ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাবের মহাসচিব ও সিংড়া পৌরসভা মেয়র জনাব শামিম আল রাজি৷ কর্মশালায় ম্যাব সদস্যদের আনত্মঃ সম্পর্ক উন্নয়ন এবং ঢাকা আঞ্চলিক কমিটির সভা মানিকগঞ্জ পৌরসভায় করার সিদ্ধানত্ম হয়৷
উক্ত কর্মশালায় জনাব শামিম আল রাজি প্রথমেই সাভার ট্রেজিডিকে ধবন ধশে যারা মৃত্য বরন করেছেন তাঁদের আত্নার জন্য দোয়া ও শোক প্রকাশ করেন৷ পরে তিনি পৌরসভা আইন ২০০৯ এর ধারা ৩১ ও ৩২ নিয়ে আলোচনা করেন উলেস্নখিত ধারামসূহ কালো আইন বলে মন্তব্য করেন এবং এর বিরম্নদ্ধে ম্যাব এর পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উলেস্নখ করা হয় এবং সাভার পৌরসভার মেয়র, কাউন্সিলর ও প্রকৌশলীদ্বয়কে সাময়িক বরখাস্তের বিষয়টি কর্মশালায় বিশেষ গুরুত্ব পায় এবং উপস্থিত সকল সদস্যবৃন্দ বরখাস্তকৃত ব্যক্তিবর্গের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে ম্যাব এর মাধ্যমে মন্ত্রনালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়৷
এছাড়াও উক্ত কর্মশালায় পৌরসভার জাতীয় বাজেট প্রশিক্ষন ও ম্যাব এর সদস্য ফিস, সচিব ও প্রকৌশলীদের বেতন নিয়ে বিস্তারিত আলোচনা হয় ও এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সচিব ও প্রকৌশলীদের বেতন চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয় এছাড়াও আগামী ২৮মে ২০১৩ সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠেয় জাতীয় বাজেট ও স্থানীয় সরকার শীর্ষক মত বিনিময় সভায় সকলকে যোগদানের জন্য আহ্বান জানানো হয়৷
এছাড়াও ঢাকা আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মজিবর রহমান, ম্যব অফিস ম্যানেজার মিঃ সনদ মন্ডল, এসএমজি প্রকল্প সমন্বয়ক মিঃ মানিক পাল প্রমূখ উপস্থিত ছিলেন৷

শেয়ার করুন