বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। আজ সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে শহরের চারারগোপ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে শহর বিএনপি ও নগর যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এরপর পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় মহানগর যুবদলের কর্মী আল আমিন, আফতাব, শহীদসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়।
এদিকে ভোরে জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য আব্দুল করিম খান এবং বিএনপির ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।