একাদশ শ্রেণীতে মৌলভীবাজারের ৮ কলেজে অনলাইনে ভর্তি

0
152
Print Friendly, PDF & Email

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির আনন্দ। ১৮ মে থেকে শুরু হওয়া ভর্তি ৬ জুন পর্যন্ত চলবে। সারাদেশের মতো কুলাউড়া, জুড়ী, বড়লেখাসহ জেলা ও বিভাগের সব কলেজে ভর্তির সুযোগ থাকলেও অনলাইনে সিলেট বোর্ডের ২০৭টি কলেজের মধ্যে ৪০টিতে এ সুযোগ রয়েছে। আর মৌলভীবাজার জেলার ৮টি কলেজে অনলাইনে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা।
শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, অনলাইনে ভর্তির জন্য মনোনীত কলেজগুলো হলো মৌলভীবাজার সরকারি ডিগ্রি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, শ্রীমঙ্গলের নারী শিক্ষা একাডেমি, কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজ, জুড়ীর তৈয়বুন্নেসা খানম একাডেমি কলেজ, কমলগঞ্জের কমলগঞ্জ গণমহাবিদ্যালয় ও শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ। উল্লেখ্য, শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য ৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ডিডি করার শেষ তারিখ ৩০ জুন এবং ১ জুলাই ক্লাস শুরু হবে। তবে বিলম্ব ফিসহ ভর্তি ও ডিডি করার শেষ তারিখ ১১ জুলাই পর্যন্ত রাখা হয়েছে। শিক্ষা বোর্ড সূত্র আরো জানায়, টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। তবে সনাতন পদ্ধতিতে আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া ফল পুননিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তারা ১০ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও টাকা জমা দেওয়া যাবে ৩০ জুন পর্যন্ত। কলেজগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে বিলম্ব ফি ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি বোর্ডে জমা দিতে হবে। যারা বিলম্ব ফিসহ ভর্তি হবে, তাদের ফিসহ ভর্তি ও টাকা ১১ জুলাই পর্যন্ত বোর্ডে জমা দেওয়া যাবে। এছাড়া ফল পুননিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদের বিলম্ব ফিসহ ভর্তি শিক্ষার্থীদের তালিকা ও নিবন্ধন ফি ২২ জুলাই পর্যন্ত বোর্ডে জমা নেওয়া হবে।

শেয়ার করুন