চলনবিলে কৃষি শ্রমিকের সংকট, ধানের দাম নেই

0
579
Print Friendly, PDF & Email

বৃহত্তর চলনবিল অঞ্চলে বোরো ধান কাটার শুরু হয়েছে। কিন্তু ভরা বোরো মওসুমে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিয়েছে। শ্রমিকের অভাবে কৃষকরা পাকা ধান কাটা ও মাড়াই করতে পারছে না। এ অঞ্চলে এক সাথে ধানকাটা শুরু হওয়ায় ৩৫০ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।  এদিকে ধানের দাম না পেয়ে কৃষক হতাশ হয়ে পড়েছেন। এ অঞ্চলের হাটবাজারে নতুন ধান ৫শ’ থেকে সাড়ে ৫শ’ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। চলনবিল অঞ্চলের বোরো ধান কাটার জন্য জমির মালিকেরা সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে শ্রমিক অগ্রিম টাকা জমা দিয়ে নিয়ে আসছেন। এতে বোরো মৌসুমে ধান উত্তোলন করতে খরচের পরিমাণ বেশি হবে বলে অনেক বোরো চাষীরা ক্ষোপ প্রকাশ করেছেন। কারণ ধানের দাম কম। চাষীরা জানান, চড়া দামে বোরো ধান কাটার জন্য শ্রমিক আনা হচ্ছে। তারা আরো জানান, বিআর ২৮ জাতের ধান মাটিতে পড়ে যাওয়ায় জনপ্রতি ৩৫০ টাকা মজুরি দিয়ে শ্রমিক নিতে হচ্ছে। তাছাড়া শ্রমিক না পাওয়ায় জমিতে পাকা ধান নিয়ে শংকায় রয়েছেন কৃষক। কারণ যে কোন সময় শিলাবৃষ্টিসহ প্রাকৃতীক দুর্যোগ হানা দিতে পারে।

শেয়ার করুন