শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘কে হতে চায় কোটিপতি’র দ্বিতীয় মৌসুম। আবার ‘কে হতে চায় কোটিপতি’
আন্তর্জাতিক মানের এই মেধাভিত্তিক টিভি অনুষ্ঠানটির নতুন কার্যক্রমের ঘোষণা আসছে।
গতবারের মতো এবারও ‘কে হতে চায় কোটিপতি’র আয়োজন করছে নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হোসাইন মুকুল বলেন, ‘আশা করছি, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি জানাতে পারব। সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি। এখনই এর বেশি কিছু বলতে চাই না। কারণ প্রথম আসরের চেয়ে বিস্তৃত পরিসর ও বেশি চমক নিয়ে পুরো আয়োজন সাজানোর পরিকল্পনা চলছে।’
বিশ্বব্যাপী মেধা প্রতিযোগিতার বিখ্যাত টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি অ্যা মিলিয়নেয়ার’-এর আদলেই নির্মিত ‘কে হতে চায় কোটিপতি’র প্রথম আসর প্রচার হয়েছে দেশ টিভিতে। এটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান নূর।
এবারও তিনিই কি হটসিটে বসে প্রশ্ন করবেন? একই সঙ্গে দেশ টিভির পর্দায় অনুষ্ঠানটি সম্প্রচার হবে কি-না জানতে চাইলে মঈনুল হোসাইন মুকুল বলেন, ‘এসব বিষয় বলার মতো সময় এখনও হয়নি। তবে এবার অনেক চমক রয়েছে। চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে আমরা সব জানিয়ে দেব।’