৩ কোটি টাকার কবুতর!

0
131
Print Friendly, PDF & Email

বিশ্বের সবচেয়ে দ্রুতমানব উসাইন বোল্টের নামে নাম এমন একটি দ্রুত গতিসম্পন্ন কবুতর চার লাখ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ১২ লাখ টাকা।৩ কোটি টাকার কবুতর!
 
নিলামকারী ওয়েবসাইট পিপা সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, কবুতরভক্ত লিও হেরেমানস নামের চীনা এক ব্যবসায়ী কবুতরটি কিনেছেন, যা এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি কবুতর।
 
তিনি বোল্টের মাধ্যমে এই প্রজাতির কবুতরের বংশবিস্তার করাবেন বলে ধারণা করা হচ্ছে।
 
পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা ও কবুতর বিশেষজ্ঞ নিকোলাস গাইসেলব্রেখট বলেন, “কবুতরটির দাম দেখে আমি হতবাক!”
 
তিনি জানান, এটি অসম্ভব দ্রুতগতির এক রেসিং কবুতর। তার ওড়ার গতির সঙ্গে বিজলি চমকের তুলনা করা যায়। এজন্য খ্যাতনামা দৌড়বিদ উসাইন বোল্টের নামানুসারে নাম রাখা হয়েছে ‘বোল্ট’।
 
এর আগে সর্বশেষ ২০১১ সালে যুক্তরাজ্যে ১৬ হাজার ইউরোতে একটি ‘রেসিং কবুতর’ বিক্রি হয়েছিল। সেটিও কিনে নিয়েছিলেন এক চীনা ব্যবসায়ী।

শেয়ার করুন