চার ভরি সোনার ক্রেস্টে সংবর্ধিত হলন পররাষ্টমন্ত্রী!

0
408
Print Friendly, PDF & Email

মুন্সীগঞ্জ, ২৫ মে: মুন্সীগঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে স্বর্ণেরক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হল৷ শনিবার সকালে মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন স্বর্ণের চাবির ক্রেস্টটি মন্ত্রীকে উপহার দেন৷ মিরকাদিম পৌর সভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করায় আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এ সময় মঞ্চে উপবিষ্ট ডা. দীপু মনিকে চার ভরি ওজনের স্বর্ণের চাবির এ ক্রেস্ট উপহার দিয়ে মেয়র শহিদুল ইসলাম শাহীন সংবর্ধিত করেন৷ মিরকাদিম পৌর সভার মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মনছুর আহামেদ কালাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা ওয়াহিদুজ্জামান ভাসু, জেলা ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমন প্রমুখ৷

শেয়ার করুন