ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান সমকালকে জানান, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলের ডাকা রোববারের হরতালের কারণে পরীক্ষার কর্মসূচি পেছানো হয়েছে।
তিনি জানান, ২৬ মে এর সকালের পরীক্ষাগুলো আগামী ৩০মে সকাল ১০টায় ও বিকেলের পরীক্ষাগুলো বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
রোববার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে গণিত (তত্ত্বীয়) প্রথম পত্র এবং অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথম পত্র, বিকালে সমাজ বিজ্ঞান প্রথম পত্র ও সমাজ কল্যাণ প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট ২৬ মে রোববার সরাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় শুক্রবার।