আইপিএল থেকে পেপসি সরে যেতে পারে

0
119
Print Friendly, PDF & Email

আইপিএল নিয়ে ফের বড়সড় হোঁচট খেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএল এর মূল স্পন্সর পেপসি কোম্পানি জানিয়েছে, আগামী আইপিএল স্পন্সর করবে কিনা তা নিয়ে তারা চিন্তা করছে।

আইপিএল নিয়ে একের পর এক গ্রেফতার আর কোটি কোটি টাকার জুয়ার ঘটনা সামনে আস‍াতেই পেপসি কোম্পানি এই সরে যাওয়ার চিন্তা করছে বলে মনে করা হচ্ছে।

পেপসি কোম্পানির পক্ষ থেকে বিসিসিআই-কে জানানো হয়েছে, আইপিএল -এর সঙ্গে যেভাবে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে তাতে তাদের আইপিএল -এর সঙ্গে থাকলে ব্যবসায়ীক সমস্যা হতে পারে।
এজন্য আগামীতে আইপিএল-এর সঙ্গে থাকবে কিনা বিষয়টি নিয়ে তারা চিন্তাভাবনা করবে।

পেপসি কোম্পানি ৩৯৬.৮ কোটি রুপিতে পাঁচ বছরের জন্য আইপিএল -এর পৃষ্ঠপোষকতা করার সিদ্ধান্ত নেয়। এই সপ্তাহেই শেষ হচ্ছে চলতি বছরের আইপিএল । এরপরেই পেপসি কোম্পানি এই নিয়ে আলোচনায় বসে তাদের সিদ্ধান্ত ঠিক করবে বলে জানা গেছে।
 
বিসিসিআই কর্মকর্তারা জানিয়েছেন, তাদের পক্ষ থেকে পেপসি কোম্পানির সঙ্গে চুক্তি রাখার বিষয়ে সব রকম চেষ্ট‍া করা হবে।

শেয়ার করুন