এভারেস্টজয়ী সজলের মরদেহ নামাতে ৩-৫ দিন

0
110
Print Friendly, PDF & Email

এভারেস্টজয়ী সজল খালেদের মরদেহ চূড়া থেকে নামিয়ে আনতে ৩-৫ দিন সময় লাগবে।এভারেস্টজয়ী সজলের মরদেহ নামাতে ৩-৫ দিন
 
বেসরকারি টেলিভিশন স্টেশন সময় টিভিতে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, শনিবার সজল খালেদের মরদেহ নামিয়ে আনতে ১০ সদস্যের শেরপা দল রওনা হয়েছে।
 
এভারেস্ট বিজয়ের পর নামার পথে সোমবার হিমালয়ের প্রায় ২৮ হাজার ৭৫০ ফুট উচ্চতায় মারা যান মোহাম্মদ খালেদ হোসেন (সজল খালেদ) ও তার সহঅভিযাত্রী কোরিয় পবর্তারোহী সুং।
 
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য সজল খালেদ পঞ্চম বাংলাদেশি হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয়ের লক্ষ্যে গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন। ৩৫ বছর বয়সী সজলের এটা পঞ্চদশ অভিযান আর এভারেস্ট জয়ের দ্বিতীয় প্রচেষ্টা।
 
প্রথম দফা অভিযানে এভারেস্টের ২৪ হাজার ফুট পর্যন্ত উঠলেও বৈরী আবহাওয়ার কারণে চূড়ায় পৌঁছাতে পারেননি তিনি।
 
এর আগে বাংলা মাউন্টেইনিয়ারিং ক্লাবের দুই সদস্য এম এ মুহিত ও নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন। তাদের মধ্যে নিশাত হিমালয় চূড়ায় প্রথম বাংলাদেশি নারী।
 
সজল খালেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

শেয়ার করুন