বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘কী চান’ তা সংসদে এসে জানাতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কী চান সংসদে বলুন, খালেদাকে হাসিনা
ফাইল ছবি
রাজধানীতে শনিবার সকালে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিএনপি-প্রধান খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “সংসদে আসুন কী চান বলুন। কিন্তু আন্দোলনের নামে গরীবের পেটে লাঠি মারবেন না।”
জ্বালাও পোড়াও ‘মানুষ হত্যা’ না করার আহ্বানও জানান তিনি।
‘নিদর্লীয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সংলাপের জন্য বিএনপির পক্ষ থেকে আহ্বানের একদিন পর খালেদাকে সংসদে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।
অবশ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগেও একাধিকবার বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানানো হয়েছে। তবে সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।