নিষিদ্ধের খড়গ মাথায় নিয়েই স্পেন ছাড়তে হচ্ছে হোসে মরিনহোকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। রিয়াল মাদ্রিদে তার শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদোও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন। গত শুক্রবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে রেফারি দু’জনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। হোসে মরিনহো রেফারির এক সিদ্ধান্ত অসন্তোষ প্রকাশ করে বিতর্ক শুরু করেন। এতে তাকে তখন লাল কার্ড দেখান রেফারি। আর ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো সেদিন খেলার শেষ মুহূর্তে অ্যাটলেটিকোর গাবি’র মুখে লাথি দিলে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মরিনহো এক অপরাধের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেও রোনালদো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ দুই কারণে। তাকে এক ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে মাঠে এমন হিংস্র আচরণের জন্য আর অপর ম্যাচ নিষিদ্ধ হয়েছেন লাল কার্ড ও হলুদ কার্ড এক সঙ্গে জমা হওয়ার কারণে। সেদিন লাল কার্ড দেখার আগে ম্যাচের শুরুতে হলুদ কার্ড দেখেন রোনালদো। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শুধু কোপা ডেল রে’র ম্যাচে। আগামী মওসুমে রোনালদো যদি রিয়ালে থাকেন তাহলে প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। আর মরিনহোর স্পেন ছাড়া প্রায় নিশ্চিত। তিনি পাড়ি জমাচ্ছেন ইংলিশ ক্লাব চেলসিতে। নিষিদ্ধের শাস্তি ভোগ করতে নাও হতে পারে তার। তবে মওসুমে লা-লিগার-রিয়াল সোসিয়েদাদ ও ওসাসুনার বিরুদ্ধের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন রোনালদো। ডাগ আউটে বসতে পারবেন মরিনহো।
রোনালদোও চেলসিতে!
গুরু-শিষ্য দু’জনে শাস্তি পেয়েছেন এক সঙ্গে। তবে রিয়ালে দুজনের সম্পর্ক বেশ অম্ল-মধুর। সম্পর্ক সাপে-নেউলে হলে কি হবে, পেশাদার ফুটবলের জগৎ ভিন্ন। চেলসিতে চলে যাচ্ছেন মরিনহো। দলের মালিক রোমান আব্রাহামোভিচকে মরিনহো যে ফর্দ তুলে দিয়েছেন তাতে নাকি রোনালদোর নামও রয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র্যামন ক্যালডেরনের কণ্ঠেও এমন সুর। তিনি মনে করেন, মরিনহোর সঙ্গে রোনালদোকেও কিনে নেবে ধনী ক্লাব চেলসি। বলেন, রোনালদো এই মওসুমের শুরু থেকে বলে আসছিল যে, সে রিয়ালে সুখী নয়। অন্যদিকে চেলসির প্রচুর অর্থের হাতছানি। উপেক্ষা করেন কিভাবে? তবে তিনি অর্থ বিত্ত নয়, তিনি বড় করে দেখছেন সম্পর্ককে। তিনি মনে করেন রোনালদোর সঙ্গে মরিনহোর সম্পর্ক যেমন ভাল নয় বর্তমান রিয়ালের প্রেসিডেন্টের সঙ্গেও তার সম্পর্কটা মধুর নয়। বলেন, ম্যানচেস্টার সিটি, চেলসি কিংবা প্যারিস সেইন্ট জার্মেই ছাড়া অন্য কোন দলের ক্ষমতা নেই রোনালদোকে কেনার। রোনালদোর রিয়াল ছাড়ার সংবাদের পালে হাওয়া দিয়েছেন মিড ফিল্ডার সার্জিও রামোস। রিয়ালের এই স্প্যানিয়ার্ড মনে করছেন আগামী মওসুমে টটেনহ্যামের ওয়েলশ তারকা গ্যারেথ বেলকে দলে ভেড়াবে রিয়াল মাদ্রিদ। সংবাদ যদি সত্যি হয়, তাহলে দু’জন বড় মাপের স্ট্রাইকার দিয়ে কি করবে রিয়াল!