কেসিসি নির্বাচনে ১৮ দলের একক প্রার্থী মনি

0
170
Print Friendly, PDF & Email

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল আলম মনা ও মহানগর কমিটির উপদেষ্টা জাফর উল্লাহ খান সাচ্চু। ওই দু’জন প্রত্যাহার করলে বিএনপির একক প্রার্থী হবেন সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। ইতিমধ্যে তিনি জাতীয়তাবাদী নাগরিক ফোরামের ব্যানারে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। গতকাল দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মনিকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, খুলনা জেলা বিএনপি সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপির সভাপতিত্বে প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাজিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী নাগরিক ফোরাম সমর্থিত মেয়র এবং ১৮ দল সমর্থিত ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের জবাব দেয়া হবে। তিনি বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনে বিএনপির সরাসরি অংশগ্রহণের সুযোগ না থাকলেও প্রার্থীর পক্ষে দলীয় সমর্থন থাকবে। কর্মিসভায় মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনি, এস এম শফিকুল আলম মনা ও সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চু ঘোষণা দিয়ে বলেন, নির্ধারিত সময়েই তারা জোট সমর্থিত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহার করে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নামবেন।

শেয়ার করুন