ঘর সামলে নির্বাচনী লড়াইয়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন সিলেটের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। সাড়ে চার বছরের শাসনে সিলেট আওয়ামী লীগের অভ্যন্তরে যে বিষবাষ্প তৈরি হয়েছিলো সেটি যেন মুহূর্তে উবে গেলো। কামরানের সঙ্গে নির্বাচনী প্রচারণায় সবাই একসঙ্গে নামার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও কাজ শুরু করেছেন। সঙ্গে আছেন আওয়ামী লীগের জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপিসহ সব শ্রেণীর নেতারা। এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী হওয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ১৪ দল। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য ১৪ দলের পক্ষ থেকে একটি সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। গতকাল দুপুরে ইব্রাহিম স্মৃতি সংসদে সভা করে কামরানকে সমর্থন দেন সিলেটের ১৪ দলের নেতারা। সেই সঙ্গে কামরানের বিজয় নিশ্চিত করতে ২৭ ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রচারণা চালাতে গিয়ে যাতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখারও নির্দেশ দেয়া হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানকে সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনকে সদস্য সচিব করে ১৪ দলের সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটিতে ১৪ দলের অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দলের জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে সদস্য রাখা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক ইসহাক আলী, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাধারণ সম্পাদক আরিফ মিয়া, জেলা জাসদের সভাপতি কলন্দর আলী, মহানগর সভাপতি জাকির আহমদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকন্দর আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ, রণজিত সরকার প্রমুখ। ওই সভায় নেতারা সমন্বয় কমিটি গঠন করে নির্বাচন পরিচালনার প্রস্তুতি নিয়েছেন।