সালমানের বিয়ে?

0
168
Print Friendly, PDF & Email

বেশ কয়েকদিন ধরেই রোমানিয়ান টিভি উপস্থাপক ইউলিয়া ভ্যানটারের সঙ্গে বলিউডি অভিনেতা সালমান খানের রসায়ন নিয়ে সরগরম হয়ে আছে বলিউড। মিডডে জানিয়েছে, গোয়ায় নিজের পরবর্তী সিনেমার শুটিংয়ের ফাঁকে এই প্রেমিকার সঙ্গেই অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন সালমান! শুধু তাই নয়, সালমানের ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, ইউলিয়াকে বিয়ের কথাও চিন্তা করছেন তিনি!

বলিউডের সবচেয়ে ‘এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত সালমান তার এই নতুন সম্পর্কটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছে সূত্র। গোয়ায় একত্রে তাদের সময় খুবই ভালো কাটছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে সূত্রের ভাষ্য, ‘দুই বছর ধরে সালমানের জীবনে এসেছেন ইউলিয়া; যদিও এ ব্যাপারে এতদিন কাউকে জানতে দেননি তিনি। এখন এই প্রেমকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন সালমান। আর তাই কাছের মানুষদের সঙ্গে ইউলিয়াকে পরিচয় করিয়ে দিচ্ছেন নিজের প্রেমিকা হিসেবে। সালমানের ঘনিষ্টদের সবাই-ই এখন তার জীবনে ইউলিয়ার অস্তিত্ব সম্পর্কে জানেন। এমনকি, সবাই এখন তাকে বিয়ের পরামর্শও দিচ্ছেন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিলেও এখনই এ ব্যাপারে কিছু বলছেন না তিনি।’

শেয়ার করুন