তারেককে ফিরিয়ে ব্যবস্থা নিতে হবে: ১৪ দল

0
159
Print Friendly, PDF & Email

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।তারেককে ফিরিয়ে ব্যবস্থা নিতে হবে: ১৪ দল
১৪ দলের বৈঠকের ফাইল ছবি
 
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।
 
নাসিম বলেন, “সংবিধান অনুযায়ী আইনের চোখে সবাই সমান। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান মুচলেকা দিয়ে চিকিৎসার নামে বিদেশে চলে গেছেন।”
 
তারেক লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে বিরামহীন মিথ্যাচার করছেন অভিযোগ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, “আইনের চোখে পলাতক এ ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
 
২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পর তারেক রহমানকে গ্রেফতার করা হয়। ওই সরকারের আমলেই জামিনে চিকিৎসার জন্য লন্ডন গিয়ে এখন পর্যন্ত ফেরেননি বিএনপি চেয়ারপার্সনের ছেলে তারেক।
 
দীর্ঘ পাঁচ বছর পর মঙ্গলবার তিনি লন্ডনে বিএনপির এক রুদ্ধদ্বার সভায় যোগ দেন। এনিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হয়।
 
বৃহস্পতিবারের বক্তব্যে নাসিম বিরোধী দলকে সংসদে এসে আলোচনার জন্য আবারও আহ্বান জানান।
 
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন নূহ-উল-আলম লেনিন, রাশেদ খান মেনন, শরীফ নূরুল আম্বিয়া, নূরুর রহমান সেলিম, ডা. ওয়াজেদুল ইসলাম খান, ডা. অসীতবরণ রায়, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, মৃণালকান্তি দাস, সুজিত রায় নন্দী প্রমুখ।

শেয়ার করুন