‘বাচালের অভিযোগ শুনতে আসিনি’

0
227
Print Friendly, PDF & Email

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও বিরোধী দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এক জমজমাট বাকযুদ্ধে জড়িয়েছেন। আজ রাত সাড়ে আটটায় একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তাদের এ বাকযুদ্ধ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ওই টেলিভিশনের স্টুডিওতে এবং অপরজন স্কাইপের মাধ্যমে আলোচনায় অংশ নেন। আলোচনায় সভা-সমাবেশ বন্ধের ব্যপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে ব্যরিস্টার মাহবুব বলেন, আপনি সংবিধান লঙ্ঘন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের ওই ধারা সম্পর্কে আমি অবগত আছি। আপনি যদি মনে করেন, সংবিধান সম্পর্কে একমাত্র পাণ্ডিত্য আপনারই আছে তাহলে ভুল করবেন। উপস্থাপক সামিয়ার প্রশ্ন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি সন্তুষ্ট? স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলেন, অপরাধ দমনের প্রচেষ্টায় আমরা সর্বাত্মক শক্তি প্রয়োগ করেছি। কয়েকটি বিচ্ছিন ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক ও সাম্প্রদায়িকতাদুষ্ট দলগুলো সারাদেশে তেমন কিছু করতে পারে নি…। ব্যারিস্টার খোকন বলেন, আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন। সাংবিধানিক অধিকার ক্ষুন্ন করেছেন। মানুষ হত্যা করেছেন। মাঝপথে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আপনারা আইনজ্ঞ। জ্ঞানপাপী। আপনারা আইন অমান্য করেছেন। ১৯৭৫ সালে আপনার গুরু জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেছেন। এরপর মাহবুব উদ্দিন খোকন সরকারের দুর্নীতির খতিয়ান দেয়া শুরু করেন। তিনি পদ্মা সেতু, হলমার্ক, ডেসটিনি, শেয়ারবাজারসহ বিভিন্ন ঘটনা উল্লেখ করতে শুরু করলে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে থামিয়ে দিয়ে বার বার বলতে থাকেন, আজকের আলোচনায় মুখ্য আলোচক আমি। তাই আমি এসব বাচাল অভিযোগ শোনার জন্য আসিনি। তীব্র বাক্যবাণ বিনিময়ের মাঝেই বিজ্ঞাপন বিরতিতে নিয়ে যান উপস্থাপক।

শেয়ার করুন