স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেপ্তার শুরু হোল কলকাতায়। বুধবার সন্ধ্যের পর কলকাতা থকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। কলকাতা পুলিশ ও বিশেষ গোয়েন্দা দলের সদস্যরা কলকাতার উল্টো-ডাঙ্গা অঞ্চল থেকে এই ৯ জনকে গ্রেপ্তার করে।
এটাই কলকাতায় স্পট ফিক্সিং নিয়ে প্রথম গ্রেপ্তার। এর আগে দিল্লী,বম্বে-চেন্নাই’র মত বড় শহরগুলি থেকে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
পুলিশ জানিয়েছে এই ৯ জন স্পট ফিক্সিং এর সঙ্গে যুক্ত। তবে তদন্তের স্বার্থে এদের পরিচয় জানাতে পুলিশ অস্বীকার করে।উদ্ধার হয়েছে আটটি মোবাইল ও ল্যাপটপ। মনে করা হচ্ছে স্পট ফিক্সিং-এর জাল সারা ভারতে ছড়িয়ে।