পাকিস্তানি অভিনেত্রী ভিনা মালিক ছবি প্রচারের জন্য পতিতালয়ে গেলেন। এমনটা এবারই প্রথম ঘটলো।
জানা গেছে, রাম গোপাল পরিচালিত ‘জিন্দেগি ৫০-৫০’ ছবি প্রচারের জন্য ভিনা মালিক এবার মুম্বাইয়ের মাকাথিপুরা পতিতালয়ে যান। তবে ভিনা শুধু ছবি প্রচারই নয়, জন্ম নিয়ন্ত্রক ঔষধ প্রদান করেন যৌনকর্মীদের মধ্যে। যে রোগব্যাধী যৌনকর্মীদের শরীরে বাসা বাঁধে সে সম্পর্কেও সচেতনতা গড়ে তোলেন ভিনা।