খুলনা সিটি নির্বাচন: ১০ সংরক্ষিত পদে ৪৮ মহিলা প্রতিদ্বন্দ্বি

0
137
Print Friendly, PDF & Email

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ১০টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে গৃহিনী ছাড়াও রয়েছেন শিক্ষক, আইনজীবী, এনজিওকর্মী, ঠিকাদার ও ব্যবসায়ী।

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৪৮ মহিলা প্রার্থীর মধ্যে ৩৪ জনেরই কোন আয় নেই। মামলা আছে দুজনের বিরুদ্ধে। হলফনামা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২১ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। তবে, স্মাতক, স্মাতকোত্তর, এবং এলএলবি উত্তীর্ণ প্রার্থীও রয়েছে।

একজন সংরক্ষিত নারী কাউন্সিলরের অধীনে তিনটি ওয়ার্ড থাকলেও সাধারণ কাউন্সিলরদের থেকে তাদের ক্ষমতা কম। এ বৈষম্য নিয়ে ক্ষোভ রয়েছে প্রার্থীদের মধ্যে।

প্রার্থীরা ছুটছেন ভোটারদের ঘরে ঘরে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা দেখছেন প্রার্থীর যোগ্যতা। অন্যান্য বারের চেয়ে এবার শিক্ষিত প্রার্থীর সংখ্যা বাড়ায় খুশী সাধারণ ভোটার।

শেয়ার করুন