বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দলের অনুষ্ঠানে এনটিভির সিনিয়র রির্পোটার ইমরুল আহসান জনির গায়ে হাত তোলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের অনুষ্ঠান রয়কট করেছেন সাংবাদিকরা । বৃহস্পতিবার বেলা ১২টায় দিকে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে বসার জায়গা নিয়ে সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাকিদের ওপর হাত তোলেন ভূমিহীন দলের এক কর্মী।
এ ঘটনায় ভূমিহীন দলের সভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেছেন, যে ব্যক্তি সাংবাদিকদের ওপর হাত তুলেছেন তার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। সে আমাদের দলের কর্মী হতে পারে না।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের ওপর যারা হাত তুলে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সঙ্গে ১৮ দলীয় জোটের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার ওপর বিশ্বাসী। তাই তারা সাংবাদিকতের সঙ্গে এই ধরনের ঘৃণ্য কাজ করতে পারেন না।