শিল্প কারখানা ও এরসঙ্গে সংশ্লিষ্ট যে কোনো উন্নয়নমূলককাজে বাংলাদেশ সরকার আন্তরিক বললেন,শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে রবি আয়োজিত মালয়েশিয়া শো কেস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি মালয়েশিয়া সরকার ও দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া দেশের বাইরে নিজেদের বাজার ধরে রাখতে ব্যবসায়ীদের পণ্য ও সেবার মান বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
মালয়েশিয়া শো’কেস ২০১৩ অনুষ্ঠানে মালয়েশিয়ার ৪০টি কোম্পানির প্রায় ৪৭টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নরলিন বিন্তি ওথম্যান, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সৈয়দ নুরূল ইসলাম।