গান্ধির শেষ উইল নিলামে বিক্রি

0
166
Print Friendly, PDF & Email

ভারতের জনক মহাত্মা গান্ধীর শেষ উইল নিলামে ৫৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকা।

গান্ধীর ব্যবহার্য ৫০টি বস্তুত মধ্যে গুজরাটি ভাষায় লেখা ২ পৃষ্ঠার একটি নথি, রক্তের নমুনা এবং তার স্যান্ডেলও নিলামের তালিকায় আছে।

গুজরাটিতে সাক্ষর করা উইলটির সম্ভাব্য দাম ৩০,১৪,৯২১ থেকে ৪০,১৯,৮৯৫ টাকা। তার স্যান্ডেলটি বিক্রি হয়েছে ১৯,০৯,৪৫০ টাকায়।

মঙ্গলবার ইংল্যান্ডের শ্রপশায়ার কাউন্টির লাডলো রেসকোর্সে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এসব বিক্রি করা হয়।

উইলটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। নিলামে সে প্রত্যাশা ছাড়িয়ে গেছে। চটি জোড়া বিক্রি হয়েছে ১৯ হাজার পাউন্ডে।

১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টে মহাত্মা গান্ধীকে সন্ত্রাসী ঘোষণা করা হয়। অনুমান করা হয়েছিল, এই ঘোষণাপত্র ২০০ থেকে ৩০০ পাউন্ডে বিক্রি হবে। এটি ২৬০ পাউন্ডে বিক্রি হয়।

পঞ্চম জর্জের সঙ্গে গান্ধীর করমর্দনের আঁকা চিত্রের ছাপা হওয়া কপি ২৫ পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে আরও ছিল গান্ধীর বিছানার চাদর, তাঁর প্রার্থনার জপমালা।

শেয়ার করুন