বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষ, সিদ্ধান্ত প্রকাশ বৃহস্পতিবার

0
109
Print Friendly, PDF & Email

বিএনপির স্থায়ী কমিটির বুধবারের বৈঠক শেষ হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৯টায় শুরু হওয়া এ বৈঠক রাত ১২টার দিকে শেষ হয়।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জানান, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সিদ্ধান্ত প্রকাশ করা হবে।

খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে অংশ নেন ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, বিগ্রেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বরর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন, সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধি, ভবিষ্যৎ আন্দোলনে করণীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জান‍ায় বৈঠক সূত্র।

শেয়ার করুন