কিশোরগঞ্জে ৩ ও গাজীপুরে ৬ জুলাই নির্বাচন

0
171
Print Friendly, PDF & Email

কিশোরগঞ্জ-৪ আসনে উপনির্বাচন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী কিশোরগঞ্জ-৪ আসনে আগামী ৩ জুলাই ও গাজীপুরে ৬ জুলাই ভোট নেওয়া হবে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।

কিশোরগঞ্জের উপনির্বাচন
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই করা হবে ৯ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ জুন। সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ- আসনটি শূন্য ঘোষিত হয়।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৬ জুন। মনোনয়নপত্র বাছাই করা হবে ৯ ও ১০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ জুন।

শেয়ার করুন