ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠানরত পঞ্চম আন্তর্জাতিক দাবা উৎসবের চতুর্থ রাউন্ড শেষে সাড়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব।
গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের আড়াই, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীর দুই এবং ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, আব্দুল্লাহ আল-সাইফ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সংগ্রহ দেড় পয়েন্ট করে।
বুধবার চতুর্থ রাউন্ডে রাজীব জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মেরাব গাগুনাসভিলির সঙ্গে ও নাসির ভারতের গ্র্যান্ড মাস্টার অভিজিৎ কুন্তের সঙ্গে ড্র করেছেন এবং জিয়া ভারতের ফিদে মাস্টার রাকেশ কুমারকে ও সাইফ শ্রীলঙ্কার ভিত্তাসিনহা ভাসানটাকে হারিয়েছেন।
এশিয়ান কন্টিনেন্টাল দাবা
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের গ্র্যান্ড মাস্টার পরিমার্জন নেগিকে হারিয়েছেন। পাঁচ ম্যাচ থেকে নিয়াজের সাড়ে তিন পয়েন্ট।
তবে টানা পঞ্চম ম্যাচে হার মেনেছেন শারমীন সুলতানা শিরিন। ফিলিপাইনের রোমিরো গ্লাডিস হাজিল্লির কাছে হেরে গেছেন তিনি।