দেশে ফিরলেন নাসির

0
138
Print Friendly, PDF & Email

দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে দেশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন।

বুধবার দেশে ফেরার পর তিনি বলেন, “আমি সুস্থ আছি। চিকিৎসকরা সুখবর দিয়েছেন। আমার কাঁধের চোট তেমন গুরুতর নয়। তাই অস্ত্রোপচার করাতে হবে না।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে আগ্রহী নাসির। যদিও তার খেলা নির্ভর করছে জাতীয় দলের ফিজিও বিভব সিংয়ের সিদ্ধান্তের ওপরে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে খেলার সময় কাঁধে চোট পান নাসির। ব্যাটিং বা বোলিংয়ে কোনো সমস্যা না হলেও ফিল্ডিংয়ে বল থ্রো করার সময় ব্যথা অনুভব করতেন তিনি।

ব্যথা নিয়েই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। তাই জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে দেশে না ফিরে দক্ষিণ আফ্রিকায় যান নাসির। তবে সেখানে চিকিৎসক জানিয়েছেন, সুস্থ হয়ে ওঠার জন্য তার অস্ত্রোপচার করানোর প্রয়োজন নেই।

শেয়ার করুন