সিদ্ধান্ত একাই নিয়েছিলেন মুশফিকুর

0
109
Print Friendly, PDF & Email

কারও সঙ্গে কোন কথা না বলে হুট করে আবেগে ভেসে সিদ্ধান্তটা নিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, বলেছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআই হেরে মুশফিকুর এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে বসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টা ভালোভাবে নেয়নি। বোর্ড সভাপতি নাজমুল হাসান নিশ্চিত হতে চেয়েছিলেন যে, মুশফিকুরের অমন বালকসুলভ সিদ্ধান্তের পেছনে অন্য কোন কারণ ছিল কিনা। বিষয়টি তদন্তের কথা বলেছিলেন। সেই দায়িত্ব পান জিম্বাবুয়ে সফরে যাওয়া আহমেদ সাজ্জাদুল আলম। খোঁজ-খবর নিয়ে তিনি নিশ্চিত হন যে, মুশফিকুরের হঠাৎ নেতৃত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তের নেপথ্যে দলের অন্য কারো উসকানি নেই। দলের সঙ্গে থাকা সবার সঙ্গে কথা বলে তিনি অন্য কারও দোষ খুঁজে পাননি। তার কাছে মনে হয়েছে, মুশফিকুর চাপ নিতে পারছিলেন না। তাই এমন সিদ্ধান্ত। আজ বিসিবির সভায় বিষয়টি তোলা হতে পারে। তলব করা হতে পারে মুশফিকুর রহিমকে। বোর্ড তার বক্তব্য শুনবে।

শেয়ার করুন