র্পযটনশল্পিকে সংহত করতে টএিসএ তরৈরি উদ্যোগ

0
149
Print Friendly, PDF & Email

দশেরে র্পযটনশল্পিরে র্আথকি র্কমকাণ্ডরে হসিাব বরে করতে ট্যুরজিম স্যাটলোইট অ্যাকাউন্ট বা টএিসএ তরৈরি উদ্যোগ নওেয়া হয়ছে।ে প্রতবিছর কতজন বদিশেি র্পযটক বাংলাদশেে আস,ে তারা কী পরমিাণ র্অথ ব্যয় কর;ে হোটলে, মোটলে, যানবাহন ও অন্যান্য সবো খাতে কী পরমিাণ আয় হয়- এসব তথ্য সংগ্রহরে জন্য জরপি শুরু করছেে বাংলাদশে পরসিংখ্যান ব্যুরো (ববিএিস)। সংশ্লষ্টি ব্যক্তরিা বলছনে, এর মাধ্যমে দশেরে র্পযটন খাত সর্ম্পকে সুনর্দিষ্টি তথ্য পাওয়া যাব,ে যা উদ্যোক্তাদরে জন্য সহায়ক হব।ে বদিশেি বনিয়িোগকারীরা দশেরে র্পযটন খাত সর্ম্পকে স্পষ্ট ধারণা পাবনে। জডিপিতিে এ খাতরে অবদান কত তাও জানা যাব।ে
র্পযটন খাতরে আর্ন্তজাতকি মান, ধারণা ও সংজ্ঞা অনুযায়ী পণ্য ও সবোর মূল্যায়ন করার প্রয়োজন, যা টএিসএর মাধ্যমে করা হয়। বশ্বি র্পযটন সংস্থার (ইউএনডাব্লউিটওি) নর্দিশেনা অনুযায়ী বভিন্নি দশে টএিসএ তরৈি করলওে বাংলাদশেে গত চার দশকওে এর জন্য কোনো উদ্যোগ নওেয়া হয়ন।ি তাই সময়রে দাবি ববিচেনায় র্পযটন খাতরে জন্য এ হসিাবকাঠামো প্রণয়নরে উদ্যোগ নওেয়া হয়ছেে বলে জানান ট্যুরজিম র্বোডরে প্রধান নর্বিাহী র্কমর্কতা আখতারুজ্জামান খান কবরি।
আখতারুজ্জামান বলনে, ‘পরসিংখ্যান ব্যুরো ইতমিধ্যে একটি র্ফামকে র্কাযাদশে দয়িছে।ে দুটি সভায় ট্যুরজিম র্বোডরে মতামত ও র্পযবক্ষেণ আমরা পরসিংখ্যান ব্যুরোকে জানয়িছে।ি তাদরে র্টাগটে ছলি, এপ্রলিরে মধ্যে জরপি শষে করার; জানি না তারা পারবে কি না। যহেতেু আজ র্পযন্ত টএিসএ করনিি তাই ইউএনডাব্লউিটওির কাছে কয়কেজন বশিষেজ্ঞ চয়েছে।ি’
প্রধান নর্বিাহী র্কমর্কতা বলনে, ‘আমাদরে জডিপিতিে র্পযটন খাত কতটা অবদান রাখছে তা আমরা জানি না। এটা করলে প্রত্যকেটি উপখাতরে অবদান সর্ম্পকে জানা যাব।ে র্পযটন নয়িে ব্যবসায়কি পরকিল্পনা করা আরো সহজ হব।ে একই সঙ্গে র্পযটনে আমাদরে কোন খাতটি র্দুবল, কোনটি সবল তাও চহ্নিতি হব।ে তাতে আমরা পলসিি সার্পোট দতিে পারব।’ এতে র্পযটন খাতে বনিয়িোগবান্ধব পরবিশে তরৈি হবে বলে দাবি করনে ট্যুরজিম র্বোডরে সইিও।
ট্যুরজিম র্বোড এবং ববিএিসরে র্কমর্কতারা জানান, শুধু বদিশেি র্পযটক নয়, বাংলাদশেরে নাগরকিরা প্রতবিছর অভ্যন্তরীণ র্পযটন খাতে কত ব্যয় করে এবং প্রতবিছর কতজন দশেরে ভতেরে ভ্রমণ করে তা এ জরপিরে মাধ্যমে বরে করা হব।ে একই সঙ্গে কতজন বাংলাদশেি বদিশেে র্পযটক হসিবেে যায়, তার হসিাবও জরপিে অর্ন্তভুক্ত হব।ে জরপি পরচিালনা করতে ইতমিধ্যে বদিশেি একটি র্ফামকে নয়িোগ দওেয়া হয়ছে।ে দরপত্ররে মাধ্যমে ইন্ডয়িা রোমানয়িা র্জামানি (আইআরজ)ি ডভেলেপমন্টে র্সাভসি জরপিরে কাজ করছ।ে প্রতষ্ঠিানটি ইতমিধ্যে প্রাথমকি কাজ শুরু করছে।ে ববিএিসরে উপপরচিালক শাহাবুদ্দনি সরকার জরপি তদারকি করছনে। এ কাজে সহযোগতিা করতে বাংলাদশে র্পযটন করপোরশেনকে সঙ্গে রখেছেে ববিএিস।
শাহাবুদ্দনি সরকার কালরে কণ্ঠকে বলনে, ‘জরপিটি প্রথমে ববিএিস নজিস্ব জনবল দয়িে করার উদ্যোগ নয়ে। কন্তিু কাজরে ব্যাপকতার কারণে পরে তা সম্ভব হয়ন।ি এখন জরপিটি আউটর্সোসংিয়রে মাধ্যমে করা হচ্ছ।ে আইআরজি ডভেলেপমন্টে র্সাভসি ইতমিধ্যে প্রাথমকি কাজ শুরু করছে।ে’
ববিএিস সূত্র জানায়, প্রতবিছর কতসংখ্যক বদিশেি র্পযটক বাংলাদশেে আসে তার কোনো হসিাব এর আগে সরকারভিাবে করা হয়ন।ি দশেে প্রথমবাররে মতো এ জরপি করা হচ্ছ।ে এতে ব্যয় ধরা হয়ছেে ৫৮ লাখ টাকা।
ট্যুর অপারটেরস অব বাংলাদশেরে (টোয়াব) সভাপতি হাসান মনসুর কালরে কণ্ঠকে বলনে, ‘র্পযটনবষিয়ক কোনো র্আথকি তথ্য দতিে টএিসএ করা প্রয়োজন। আমাদরে কোনো টসিএসএ না থাকায় আমরা অনকেটা অন্ধকারে থাক।ি কন্তি এ ধরনরে একটি বশিষোয়তি কাজ কতটুকু পশোদাররি সঙ্গে করা সম্ভব হবে তা নয়িে যথষ্টে সন্দহে রয়ছে।ে তবে শুরু হয়ছে,ে এটাই অনকে আশার বষিয়।’
হাসান বলনে, ‘টএিসএ র্পযটনে নতুন বনিয়িোগ আর্কষণে সহায়ক হতে পার।ে এ থকেে আমরা যে তথ্য পাব, তা এই শল্পিসংশ্লষ্টিদরে কাছে তুলে ধরতে পারব।’
দশেরে র্পযটন খাত নয়িে হতাশা ব্যক্ত করে তনিি বলনে, ‘কান্ট্রি রব্র্যিান্ডংিয়রে একটি উদ্যোগ নয়িছেলি ট্যুরজিম র্বোড। কন্তিু তার কোনো অগ্রগতি হয়ন।ি আমি হতাশা নয়িইে সংগঠন থকেে বদিায় নচ্ছি।ি সব কছিুর জন্য সরকারকে দোষ দবে তা নয়, এটি পুরো সক্টেররেই র্ব্যথতা।’
রাজনতৈকি সহংিসতায় র্পযটন খাতে সবচয়েে বশেি নতেবিাচক প্রভাব পড়-ে উল্লখে করে টোয়াব সভাপতি বলনে, ‘এ বছরটা আমাদরে খুবই খারাপ যাচ্ছ।ে হরতালরে কারণে অনকে প্রােগ্রাম বাতলি হয়ছে।ে বছররে শুরু থকেইে হরতাল চলছ।ে এখন তো টানা হরতাল শুরু হয়ছে।ে বদিশে থকেে র্পযটক এসে দুই দনি পর পর হরতাল দখেব,ে আবার ট্যুরজিমে উন্নতি চাইব- তা হয় না।’

শেয়ার করুন