সরকার বিরোধী দলের সভা-সমাবেশ ও মিছিল করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়ে সংবিধান বিরোধী আচরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, সরকার সংবিধানবিরোধী ও স্বৈরাচারী দৃষ্টিতে বিরোধী দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না। অথচ সরকারের আশ্রিত ১৪ দল তাদের রাজনৈতিক কর্মসূচি ঠিকই পালন করছে।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার শুধু সমাবেশ বন্ধ করেই ক্ষ্যান্ত হননি। বিএনপির কার্যালয়টি কার্যত বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশের বাধায় দলটির কার্যালয়ে কেউ আসতে পারছেন না, এমনকি কার্যালয় থেকে যেতেও পারছেন না। এ যেন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।
এর আগে ৩০শে মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঠিক করতে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করে বিএনপি।