সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের ২৯ নেতাকর্মীর চার্জ শুনানির পরবর্তী তারিখ ৬ জুন নির্ধারণ করেছেন আদালত। সোমবার মহানগর দায়রা জজ আদালতে এ মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। মির্জা আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ায় সময়ের আবেদন করা হয়। মহানগর দায়রা জজের ভারপ্রাপ্ত বিচারক ড. আকতারুজ্জামান পরবর্তী চার্জ শুনানির জন্য আগামী ৬ জুন ধার্য করেন।
এ মামলার অন্য আসামিদের মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস, এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, কর্নেল অলি আদালতে হাজির ছিলেন।