খালেদা জিয়ার সঙ্গে মাহী বি’র বৈঠক

0
149
Print Friendly, PDF & Email

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিকল্প ধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী।

রোববার রাত পৌনে ৯টার দিকে বিরোধীদলীয় নেতার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকটি রাত ১০ দশটার দিকে শেষ হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে।
 
তবে, বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানাতে চাননি মাহী বি. চৌধুরী।

শেয়ার করুন