আমার দেশ পত্রিকা অন্য কোন ছাপাখানা থেকে প্রকাশ করা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, আমার দেশ পত্রিকার ছাপাখানা বন্ধ থাকলেও পত্রিকাটি ছাপাতে আইনগত কোনো বাধা নেই। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি চেয়ে ১৫ জাতীয় দৈনিকের সম্পাদকের বিবৃতির প্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মাহমুদুর রহমান প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, দৈনিক আমার দেশ হ্যাকিং বা চুরি করে প্রকাশ এবং মিথ্যা-উষ্কানিমূলক সংবাদ ও ছবি ছেপে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, উন্মাদনা সৃষ্টি করেছে। এসব ফৌজদারি ও তথ্য-প্রযুক্তি আইনবিরোধী অপরাধ। তাই সুনির্দিষ্ট অপরাধে দায়ের মামলার ভিত্তিতেই দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে মুক্তি দেওয়া সম্ভব নয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ সংলাপ প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ এপ্রিল আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পত্রিকাটির ছাপাখানায় তালা ঝুলিয়ে দেয় পুলিশ।